.


বিসমিল্লাহির রাহমানির রাহীম
রেহান উদ্দিন কাজী
পারিবারিক কল্যান সমিতি
বিনীত নিবেদনঃ-
আমরা কাজী সামসুদ্দিন কাজী সোহেল আজাদ, বাড়ীর সকল সদস্য বৃন্দের প্রতি অনুরোধ জানাচ্ছি যে, আমাদের বাড়ীর ঐতিহ্য সৌন্দর্য্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রয়োজনে যার মধ্যে রয়েছে  বাড়ীর রাস্তা কাঁচারি, উঠান, ঘাটা, পুকুরের ঘাটলা মেরামত পূননির্মাণ এবং গাছ লাগানো আমাদের পূর্ব পুরুষেরা সর্বজনাব কাজী হাবিবুর রহমান, কাজী আরবের রহমান, কাজী কানু মিয়া আমাদের সুন্দর ভাবে বসবাস এবং সুন্দর জীবন-যাপন করার জন্য যে বাড়ী ঘর রেখে গেছেন আজ সময়ের পরিক্রমায় তা অনেকট্ইা নষ্ট হয়ে যাচ্ছে এখন আমাদের এই বাড়ী সংস্কার করার জন্য যে অর্থের প্রয়োজন হবে তা সংগ্রহ করার জন্য পারিবারিক ভাবে একটি সমিতি গঠন করার আহব্বান জানাচ্ছি কারণ আমরা জানি এর ব্যয়ভার বহন করা কারো একার পক্ষে বা কয়েক জনের পক্ষেও সম্ভব হবেনা, তাছাড়াও বাড়ীর যে অংশগুলো এবং সামগ্রীক প্রয়োজনে যে কাজগুলো সমন্বয়ের ভিত্তিতে সম্পাদনের যে নিয়ম আমাদের পূর্ব পুরুষগণ আমাদের জন্য রেখে গেছেন সেই নিয়মকে অনুসরন অনুকরনের মাধ্যমে আমরা অনায়াসেই আমাদের প্রয়োজনীয় কাজগুলো সম্পন্ন করতে পারি এই মত প্রকাশের মাধ্যমে আমরা আমাদের বাড়ীর সকল সদস্যবৃন্দকে অনুরোধ করছি যে আসুন আমরা সবাই মাসিক চাঁদা দেওয়ার মাধ্যমে একটা ছোট থেকে বড় তহবিল সংগ্রহ করা শুরু করি তহবিল সংগ্রহের জন্য চাঁদা আদায়ের প্রক্রিয়া হবে পরিবার ভিত্তিক প্রতি পরিবারের মাসিক চাঁদা ১০০০/- (এক হাজার) টাকা হবে যারা আয়যোগ্য সদস্য আছে শুধু মাত্র তাদের উপরে চাঁদা ধার্য করা হবে প্রতি পরিবারের নির্ধারিত একজন সদস্য চাঁদা আদায়ের দায়িত্বে থাকবে আশা করি আমাদের এই ক্ষুদ্র প্রয়াস আপনারা সাদরে গ্রহণ করবেন
সমিতির গঠনতন্ত্র
.ভূমিকাঃ- সমুকাজী বাড়ীর জনাব রেহান উদ্দিন কাজীর বংশধরদের পরিবারের সার্বিক কল্যাণার্থে একটি সমিতি গঠণ করা হবে
.নাম করণঃ- এই সমিতি রেহান উদ্দিন কাজী পারিবারিক কল্যান সমিতি নামে অভিহিত করা হইল
.সমিতি গঠণের উদ্দেশ্যাবলীঃ- বাড়ীর রাস্তা কাঁচারি,উঠান,ঘাটা,পুকুরের ঘাটলা মেরামত পূননির্মাণ উন্নয়ন এবং গাছ লাগানো এবং শিক্ষার উন্নয়ন এছাড়াও
প্রাকৃতিক দুর্য্যােগে বাড়ী ক্ষতিগ্রস্থ হলে তার সংস্কার ইত্যাদি বাড়ীর উন্নয়ন সংস্কার কার্য্যাদি পরিচালনা করবার জন্য অর্থ সংগ্রহ করা
.সদস্য হওয়ার যোগ্যতা পদ্ধতিঃ-
. যোগ্যতা: রেহান উদ্দিন কাজীর বংশধর হতে হবে
. পদ্ধতি: রেহান উদ্দিন কাজীর বংশ পরম্পরায় নতুন প্রজন্ম যারা আসবে তারাই সদস্য হিসেবে গন্য হবে
.চাঁদার হারঃ- প্রতি পরিবারে মাসিক চাঁদা ১০০০/-(এক হাজার) টাকা (রেহান উদ্দিন   কাজীর তিন ছেলে . কাজী হাবিবুর রহমান . কাজী আরবের রহমান . কাজী কানু মিয়া এই তিন পরিবার) সুধু মাত্র আয়যোগ্য সদস্যরা চাঁদা পরিশোধ করিবে
.সমিতির কাঠামোঃ- উপদেষ্ঠা পরিষদ, কার্যকরি পরিষদ, সাধারণ সদস্য, প্রবাসী সদস্য সম্মিলিত প্রজন্ম সদস্য, এবং সম্মানিত মহিলা সদস্য সমিতির সকল সদস্যদের সম্মতিক্রমে সদস্যদের মধ্য থেকে উপদেষ্ঠা পরিষদ কার্যকরি পরিষদ গঠণ করা হবে
. উপদেষ্ঠা পরিষদ : সমিতির বিভিন্ন বিষয়ে সহায়তা পরামর্শ প্রদান করিবেন
. কার্যকরি পরিষদ : নিন্মোক্ত ভাবে গঠণ করা হবে এবং সমিতির সকল কার্যক্রম পরিচালনা করবে
. সভাপতি, . সহ-সভাপতি, . সাধারণ সম্পাদক, . সহ-সাধারণ সম্পাদক, . কোষাধ্যক্ষ, . সাংগঠনিক সম্পাদক, . সহ-সাংগঠনিক সম্পাদক, . প্রচার সম্পাদক, . সহ-প্রচার সম্পাদক
প্রত্যেক পদের দায়িত্ব কর্তব্যের ব্যাখ্যাঃ
. সভাপতি: সভাপতি সংগঠনের প্রধান তিনি পদাধিকার বলে সকল সভায় সভাপতিত্ব করবেন সিদ্ধান্ত গ্রহনের ক্ষেত্রে তিনি ভোট দানের অধিকারি নন তবে অচলাবস্থা নিরসনের জন্য তিনি কাস্টিং ভোট দিতে পারবেন সংগঠনের গঠনতন্ত্রের প্রতিটি ধারার যথাযথ প্রয়োগ নিশ্চিত করা তার দায়িত্ব
. সহ-সভাপতি: সহ-সভাপতি, সভাপতির সকল কাজে সহায়তা করবেন সভাপতির অনুপস্থিতিতে সহ-সভাপতি সভাপতির দায়িত্ব ক্ষমতার অধিকারি হবেন এছাড়া তিনি তার উপর অর্পিত বিভিন্ন দায়িত্ব পালন করিবেন
. সাধারন সম্পাদক:  সাধারন সম্পাদক সংগঠনের প্রধান নির্বাহি কর্মকর্তা তিনি সভাপতির পরমর্শ ক্রমে সংগঠনের সভা আহ্বান করিবেন তিনি প্রয়োজন বোধে অন্যান্য কর্মকর্তার উপর বিভিন্ন দায়িত্ব অর্পন করবেন এবং তাদের কাজের মধ্যে সংযোগ সমন্বয় সাধন করবেন সংগঠনের দৈনন্দিন কার্যকলাপের জন্য দায়ী থাকবেন প্রতিটি সভায় তিনি সংগঠনের কার্যাবলির রিপোর্ট পেশ করবেন
. সহ-সাধারন সম্পাদক: তিনি সাধারন সম্পাদকের সকল কাজে সহায়তা করবেন সাধারন সম্পাদকের অনুপস্থিতিতে তিনি সকল দায়িত্ব পালন করিবেন এছাড়াও তার উপর অর্পিত অন্যান্য দায়িত্ব পালন করবেন
. কোষাধ্যক্ষ: সংগঠনের যাবতীয় অর্থ তার মারফত ব্যাংকে জমা থাকবে তিনি প্রতিষ্ঠার্নে আয় ব্যায়ের হিসাব রক্ষনা-বেক্ষন করবেন
. সাংগঠনিক সম্পাদক: সংগঠনকে সুগঠিত রাখতে সুদৃঢ় করে গড়ে তুলতে, সংগঠনের সকল সদস্যের মধ্যে মতের ঐক্য গড়ে তুলবেন সকল সদস্যদের বিভিন্ন মতামত সংগ্রহ করে সাধারন সভায় আলোচনা করবেন এছাড়াও তার উপর অর্পিত অন্যান্য দায়িত্ব পালন করবেন
. সহ-সাংগঠনিক সম্পাদক: তিনি সাংগঠনিক সম্পাদকের সকল কাজে সহায়তা করবেন সাংগঠনিক সম্পাদকের অনুপস্থিতিতে তিনি তার সকল দায়িত্ব পালন করবেন
. প্রচার সম্পাদক: সংগঠনের উদ্দেশ্য আদর্শ গুলো সকল সদস্যকে জানাবে বিভিন্ন সভায় গৃহিত সিদ্ধান্তগুলো সকল সদস্যদেরকে জানাবে, এবং সংগঠনের বিভিন্ন সভা আহ্বান করা হলে, সকল সদস্যদের কাছে দাওয়াত পৌছাবেন
. সহ-প্রচার সম্পাদক: তিনি প্রচার সম্পাদকের সকল কাজে সহায়তা করবেন এবং প্রচার সম্পাদকের অনুপস্থিতিতে তিনি তার সকল দায় দায়িত্ব পালন করিবেন
. সাধারণ সদস্য
সমিতির মূলনীতি
. মূলনীতি : রেহান উদ্দিন কাজী পারিবারিক কল্যান সমিতি নিন্ম লিখিত মূলনীতির উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত হবে
. সহযোগিতা মুলক মনোভাব, . একতা, . সাম্য, . সততা, . শিক্ষা স্বাস্থ্য, . নৈকট্য এবং . সফলতার সাথে পরিবারের কল্যাণ সাধনই হল মূলমন্ত্র

.           সমিতির কার্যক্রম সংক্রান্ত নীতিমালা :
.সমিতির কার্যক্রম চালিয়ে যাওয়ার মত যোগ্যতা বিবেচনায় রেখে সকল সদস্যদের সম্মতিক্রমে উপযুক্ত সদস্যদের নিয়ে সমিতির কার্যকরি পরিষদ গঠন দায়ীত্ব  অর্পণ করা হবে .এই কার্যকরি পরিষদের মেয়াদ হবে (দুই) বৎসর এবং মেয়াদান্তে সমিতির সকল সদস্যদের সম্মতিক্রমে নতুন কার্যকরি পরিষদ গঠিত হবে .সমিতির ব্যাংক একাউন্টের মাধ্যমে কোষাধ্যক্ষ সকল প্রকার আর্থিক লেনদেন পরিচালনা করবে এবং বাৎসরিক আয়-ব্যায় এর হিসাব উপস্থাপণ করবে সমিতির ব্যাংক হিসাব খোলা হবে যৌথভাবে .বাড়ীর যে কোন উন্নয়ণ কার্যক্রম কার্যকরি পরিষদ দ্বারা গৃহীত সিদ্ধান্ত সংখ্যাগরিষ্ঠ উপদেষ্ঠা মন্ডলীর সমর্থন আদায়ের মাধ্যমে সম্পন্ন করা হবে.কার্যকরি পরিষদ বিশেষ জরুরী অবস্থা ব্যাতীত বছরে কমপক্ষে (দুই)টি সাধারণ সভার আয়োজন করবেন .পরিবারে সকল শিক্ষার্থীদের শিক্ষার মান উন্নয়ণের জন্য উৎসাহ দানের লক্ষে প্রতি বছর শিক্ষার্থীদের মধ্যে ভাল ফলাফল অর্জন করার জন্য উজ্জিবনী আলোচনা ভাল ফলাফল অর্জন কারীদেরকে স্বীকৃতি প্রদানের আয়োজন করবেন

উদ্যোক্তা
.
উদ্যোক্তা
কাজী সামসুদ্দিন
০১৮৬৪২২৮৫৬৮
.
কাজী সোহেল আজাদ
৯৬৫৫০৯৮৪৩৬০(kaziazad43@gmail.com)

এই লক্ষ্যে সমিতির উপদেষ্ঠা পরিষদ, কার্যকরী পরিষদ, সাধারণ সদস্য, প্রবাসী সদস্য, সম্মিলিত প্রজন্ম সদস্য, সম্মানিত মহিলা সদস্যদের প্রস্তাব তালিকা দেওয়া হলো

উপদেষ্ঠা পরিষদঃ
.
সদস্য
প্রফেসর কাজী মোঃ নুরুল হক
০১৫৫৪৩১২৯৯৪
.
মোমেনা হক শামীম
.
ইঞ্জিঃ কাজী আইয়ূব আলী
+৮১৯০৮২৩৩৩৪১২
.
কাজী শারমিন মিয়াকো

.
নাজনীন আলী (বিথী)
০১৭২৭১১০১৫৭
.
কাজী হাসিনা মমতাজ (অনা)
০১৭১৮৩৭৩৯৬৬
.
কাজী শওকত আলী
৯৬৬০৫০১৫৭৩০৮৫
.
কাজী খোরশেদ আলী
০১৮১৫৭০৬০৪৮
.
কাজী সামসুদ্দিন
০১৮৬৪২২৮৫৬৮


কার্যকরী পরিষদঃ
.
সভাপতি
ডাঃ কাজী বেলায়েত আলী
০১৭১৩১৬৪৪৭২
(kazibelayetali@gmail.com)
.
সহ-সভাপতি
কাজী রাকিবুল হক
০১৭৩০০৪২৯৪১
.
সাধারণ সম্পাদক
কাজী কেপায়েত উল্লাহ       
০১৮১৫৭০৬০৪৯ / 01929921441
(kazikefayet@gmail.com)
.
সহ-সাধারণ সম্পাদক
কাজী ওয়াছিপ হাসান
০১৮১৪২৩৮৮৭১
.
কোষাধ্যাক্ষ
কাজী রেজা সাঈদ                      
০১৫৫২৩৯৩৩১২(r.sayeed@i-zak.co.jp)
.
প্রচার সম্পাদক
কাজী এনায়েত উল্লাহ
০১৭১৯০৯০৯০৪
.
সহ-প্রচার সম্পাদক
কাজী মাইনুল হাসান
০১৬৮৩৬৪৩৪০০(mainulhasan47@gmail.com)
.
সমন্বয়কারী
কাজী সাইফুল আজম
০১৮১৯৮৬৪০০৭
.
সহ-সমন্বয়কারী
কাজী সালাউদ্দিন রাহিম
০১৫৫৬৪০২২০১ 
(salauddinrahim67@gmail.com)


প্রবাসি সদস্যবৃন্দঃ
.
সদস্য
কাজী সোহেল আজাদ
৯৬৫৫০৯৮৪৩৬০
(kaziazad43@gmail.com)
.
কাজী রাহনুমা নূর(নুমন)
+৪৪২০৮২৫২৬৪২২(knoorkhan11@gmail.com)
.
কাজী রিয়াজুল হক(সুজন)
+৬১৪০১৭৮৭৯০০(riazul.hoque@gmail.com)
.
নুসরাত নওরীন

.
কাজী শারমিন মারিকো

.
কাজী আসফাক জুন ইথিরো

.
মিসেস আসফাক জুন

.
কাজী সাফায়েত উল্লাহ (পলাশ)
৯৭১৫০৫৫০৪৯৫৩(polash10991099@gmail.com)
.
কাজী রুবাইয়াত হাবিব (তারিন)
+ ৬৪৭ ৪৬৬-৬৭৮১(rubaiat.habib@gmail.com)
১০.
সারা তাসনিয়া     
+১৬৪ ৭৬৭১ ৪০৫৫(sarakhkhosh@gmail.com)
১১.
কাজী আফসিন সিরাজী (নুহিন)
 +৬১ ৪২২ ৫৮০ ৪৫০(nuhinkas@gmail.com)


সাধারণ সদস্যবৃন্দঃ
.
সদস্যবৃন্দ
কাজী রাহেলা জাহান নূর
০১৭১২০৭৮৬৪৪
.
কাজী ফাহিম সাকিল
০১৮৬১৫৬৩০৪৩
.
কাজী মিনহাজ উদ্দিন

.
কাজী সাহেদ আফ্রিদি

.
কাজী তাসনুবা আজম

.
কাজী মায়মুনা আজাদ

.
কাজী তাজরিয়ান আজম

.
কাজী মাহিয়া মাহজাবিন

.
কাজী মাহবীর মাহির

১০.
কাজী ফারসাত রাভা

11.
কাজী ইউসাইরাহ ওয়াজিহা



সম্মিলিত প্রজম্ম সদস্যবৃন্দঃ
.
সদস্য     
কাজী রাইদা মেহের নূর

.
কাজী নূরিয়া হাসনাত(সামিম)

.
কাজী রুদ্রিকা হাসিন

.
রেহান নাদাভ কাজী

.
ইনিসা নুসরাত কাজী

.
সয়া কাজী

.
হিনাতি কাজী

.
কাজী আদিয়ান জাহিন

.
কাজী হুমায়ারা নাওয়াল (ইতু)

10
কাজী নাজিফা তাব্বাসুম



সম্মানিত মহিলা সদস্যবৃন্দঃ
.
সদস্য
 আকলিমা আক্তার (বেলি)
০১৮১৫৯৪৯৮২৭
.
ফরিদা আক্তার (চাঁপা)
০১৮১৫৭০৬০৪৮
.
হেলেনা ইয়াসমিন (শিমু)
০১৮১৫৪৫৭২৩৯
.
সাজেদা খানম চৌধুরী (রূপা)
০১৮১২১০৬৩৮১
.
কাজী কামরুন নাহার (রেশমী)   
০১৫৫২৪৫৫২৪৯
.
শামিমা আক্তার চৌধুরী (কলি)    
০১৮১৭৭৮৬৪৫৩
.
ফারমানা ইসলাম (রুমা)
০১৮১৫৯৪৯৮২৬
.
হাসিনা আক্তার (আঁখি)
০১৬৮৬৩৪১৩৬০
.
শামিমা নাসরিন (শামু)
০১৮২৭৮৮২০৭৯
১০.
উম্মে কায়ছার (স্বর্না)
০১৮৫০৮৮০৩৯৮
১১.
শারমিন সুলতানা
০১৭৭৮০৫০৪০৩

সমিতির ব্যাপারে যে কারো যে কোন পরামর্শ থাকলে তা জানানোর জন্য নিন্ম লিখিত ফোন নাম্বারে যোগাযোগ করার অনুরোধ রইল
কাজী শামসুদ্দীন- ০১৮৬৪২২৮৫৬৮,
কাজী সোহেল আজাদ- ৬৯৫৫০৯৮৪৩৬০ 
আমরা উপরোক্ত 60 জন সদস্য এই পারিবারিক কল্যাণ সমিতির নিন্মের সকল শর্তগুলো মানিয়া রেহান উদ্দিন কাজী পারিবারিক কল্যাণ সমিতি, সমু কাজী বাড়ি, ডাকঘর- মিঠানালা, থানা- মিরশ্বরাই, জেলা-– চট্টগ্রাম অদ্য ২১/০৪/২০১৭ ইং তারিখে সমিতির কার্জক্রম আরম্ভ করিতেছি

শর্তসমূহঃ

০১ সমিতির নাম ঠিকানাঃ রেহান উদ্দিন কাজী পারিবারিক কল্যাণ সমিতি, সমু কাজী বাড়ি, ডাকঘরমিঠানালা, থানামিরশ^রাই, জেলাচট্টগ্রাম

০২ উদ্দেশ্যঃ সমিতির প্রধান উদ্দেশ্য হলো বাড়ীর রাস্তা, কাঁচারি, উঠান, ঘাটা, পুকুরের ঘাটলা মেরমত পুননির্মান উন্নয়ন, গাছ লাগানো এবং শিক্ষার উন্নয়ণ এছাড়াও প্রাকৃতিক দুর্য্যোগে বাড়ী ক্ষতিগ্রস্থ হলে তার সংস্কার ইত্যাদি বাড়ীর উন্নয়ন সংস্কার কার্য্যাদি পরিচালনা করার জন্য অর্থ সংগ্রহ করা

০৩ সমিতির অওতা পরিধিঃ সেবা মূলক

০৪ সমিতির মেয়াদ কাল স্থায়িত্বঃ অনির্দিষ্ট কালের জন্য হইবে

০৫ সমিতির সদস্য সংখ্যাঃ ৬০জন

০৬ মূলধনঃ সকল পরিবারের মূলধন সমানুপাতিক হারে হইবে

০৭ সমিতির মূলধনঃ প্রত্যেক পরিবারে মাসিক চাঁদা ১০০০/- টাকা করে, নগদে জমা দিবে এবং তিন পরিবারের মোট প্রাথমিক মূলধন ,০০০/- টাকা দিয়ে সমিতির কার্যক্রম শুরু করবে

০৮ অতিরিক্ত মূলধন/অনুদানঃ অতিরিক্তি মূলধন প্রয়োজন হলে সবার সম্মতিক্রমে সমিতিতে সংগ্রহ করা হবে সমিতির প্রয়োজন অনুসারে

০৯ মূলধন উত্তোলনঃ সমিতির তহবিল থেকে ব্যাক্তিগত প্রয়োজনে কোন অর্থ উত্তোলন করিতে পারিবেনা

১০ ব্যাংক হিসাবঃ সদস্যগনের সম্মতিক্রমে বাংলাদেশের মধ্যে যে কোন তফসিলভূক্ত ব্যাংকে হিসাব খোলা হইবে

১১ ব্যাংক হিসাব পরিচালনাকারীর নামঃ সভাপতি কোষাধ্যক্ষ ব্যাংক হিসাব পরিচালনা করবেন প্রয়োজন হইলে সংখ্যাগরিষ্ঠ সদস্যগনের সম্মতি ক্রমে উক্ত ব্যাংক হিসাব পরিচালনাকারী পরিবর্তন করা যাইবে

Account Name: Dr. Kazi Belayet Ali

Savings Account Number: 1024-477204-031

IFIC Bank,  Uttara Branch, Dhaka 1230

১২ নতুন সদস্য গ্রহণঃ রেহান উদ্দিন কাজীর বংশ পরম্পরায় সম্মিলিত প্রজন্ম সদস্যরাই নতুন সদস্য হিসাবে গন্য হইবে

১৩ সমিতির সদস্য অবসর গ্রহণঃ সমিতির সদস্যদের অব্যাহতি বা চাঁদার মূলধন বা যে কোন মূলধন ফেরত দেওয়া হবে না
১৪ সমিতি পরিচালনাঃ কার্যকরি সদস্য কোন বেতন ছাড়া সমিতি পরিচালনা করিবে একান্ত নিষ্ঠার সাথে
১৫ অধিকার, দায়িত্ব কর্তব্যঃ সকল সদস্যদের অধিকার, দায়িত্ব কর্তব্য সমান হইবে
১৬ হিসাব রক্ষন হিসাব নিরীক্ষনঃ সকল সদস্য হিসাব রক্ষন হিসাব নিরীক্ষনে অংশ গ্রহন করতে পারবে সংখ্যাগরিষ্ঠ সদস্যগনের সম্মতিক্রমে উক্ত সমিতির খরচের নীতি নির্ধারিত হইবে এই সিদ্ধান্ত অনুযায়ি একজন সদস্যকে দায়িত্ব দেওয়া হইবে ভাউচারে যথাযথ কর্তৃপক্ষের স্বাক্ষর নিয়ে হিসাবের প্রয়োজন অনুযায়ি হিসাব রক্ষন বহিতে যথাযথ হিসাব সংরক্ষন করিবেন
১৭ আর্থিক বিবরণীঃ পরবর্তী সময়ে ত্রয়মাসিক অথবা বার্ষিক সভায় হিসাবরক্ষক তাহার হিসাব আর্থিক বিবরনীর মাধ্যমে উপস্থাপন করে সকল সদস্যগনকে অবগত করিবেন প্রয়োজনে সমিতির সদস্যগনের মতামতের মাধ্যমে পরিবর্তন করা যাইবে
১৮ শর্তাবলি পরিবর্তনঃ শর্তাবলির কোন পরিবর্তন করিতে হইলে মিটিংয়ের মাধ্যমে সবার সম্মতির মাধ্যমে করা যাইবে এই পারিবারিক কল্যান সমিতির শর্তাবলিতে যে সমস্ত শর্ত বা ধারা লিপিবদ্ধ হয় নাই এবং সময়ের চাহিদা অনুযায়ি প্রয়োজন হইবে তাহা আমরা সকল সদস্যদের মতামতের ভিত্তিতে সম্পন্ন করিতে পারিব
উপরোক্ত সকল শর্ত গুলো আমরা মেনে নিয়ে স্ব-ইচ্ছায় নিজ হস্তে স্বাক্ষর করিলাম

তাং- ২১/০৪/২০১৭ ইং                                             


ক্রমিক.নং
পক্ষে
নাম
স্বাক্ষর
০১
উপদেষ্ঠার পক্ষে প্রফেসর                      
কাজী মোঃ নূরুল হক
সংগত কারন বসত স্বাক্ষর সংযুক্ত করা হলোনা
০২
কার্যকরী পরিষদের পক্ষে (সভাপতি)
ডাঃ কাজী বেলায়েত আলী
       "
০৩
সম্মানিত মহিলা সদস্যবৃন্দের পক্ষে
হাসিনা আক্তার আঁখি
"
০৪
প্রবাসি সদস্যবৃন্দের পক্ষে
কাজী সোহেল আজাদ
"
০৫
সাধারন সদস্যবৃন্দের পক্ষে 
কাজী কেপায়েত উল্লাহ
"
০৬
প্রজন্ম সদস্যবৃন্দের পক্ষে     
কাজী রাইদা মেহের নূর
"
০৭
উদ্যোক্তার পক্ষে   
কাজী শামসুদ্দীন
"


1 comment:

  1. সবার প্রতি ঈদের শুভেচ্ছা রইল । ঈদ আনন্দের হোক সবার । এই ঈদে একটা জরুরী বিষয়ে আলোচনা করে সিদ্ধান্ত গ্রহণ করার জন্য আহবান জানাচ্ছি । আর তা হলো জমির বন্টকনামা । এখন এই বিষয়টিই আমাদের জন্য গুরুত্ব পূর্ণ । কতটা গুরুত্ব পূর্ণ তা সবাই গ্যাত আছেন ।2018 সাল সময় রেখা বেঁধে নিয়ে এই কাজটা সম্পন্ন করবেন এই প্রত্যাশা । সকলের জন্য শুভকামনা ।

    ReplyDelete