MEETING

MEETING LIST


 ১ম সভা
স্থানঃ নং দেব পাহাড় আবু মোহাম্মদ হাউজ, তাং-১২/০৪/১৭ কলেজ রোড, চট্রগ্রাম
বিষয়ঃ রেহান উদ্দিন কাজী পারিবারিক কল্যান সমিতি গঠনের প্রথম সভার কার্যবিবরনী
আলোচ্য বিষয়:
সমিতি গঠনের ব্যাপারে প্রাথমিক আলোচনা সার্বিক বিষয়ের উপর বিস্তারিত আলাপ আলোচনায় প্রফেসর কাজী মো: নরুল হক এর উপস্থিতিতে সবাই মিলে একটি সমিতি গঠনের নীতিগত সিদ্ধান্ত গ্রহন করা হয়
সম্পত্তি বন্টকের ব্যাপারে বর্তমান অবস্থার পর্যালোচনা কি করনীয় এই বিষয়ে প্রাথমিক আলোচনা করা হয়
উপরোক্ত বিষয়ে বাড়ীর সকল সদস্যদেরকে জানানোর জন্য সিদ্ধান্ত গ্রহন করা হয়

সভায় উপস্থিত সদস্যবৃন্দঃ

ক্রমিক. নং
নাম
মোবাইল নং
স্বাক্ষর
প্রফেসর কাজী মো: নূরুল হক
০১৮২০০১৭৮৮৪, ০১৫৫৪৩১২৯৯৪
সংগত কারন বসত স্বাক্ষর সংযুক্ত করা হলোনা
কাজী সোহেল আজাদ
৯৬৫৫০৯৮৪৩৬০
 (kaziazad43@gmail.com)
"
কাজী সালাউদ্দিন(রাহিম)
০১৫৫৬৪০২২০১
 (salauddinrahim67@gmail.com)
"
কাজী মাইনুল হাসান(মাহিন)
০১৬৮৩৬৪৩৪০০
"

===================================
২য় সভা
স্থানঃ বাড়ী # , রোড # ১২, সেক্টর # , উত্তরা, ঢাকা তারিখ ১৪/০৪/২০১৭ ইং, ১লা বৈশাখ-১৪২৪
বিষয়ঃ রেহান উদ্দীন কাজী পারিবারিক কল্যাণ সমিতি প্রতিষ্ঠা সংক্রান্ত ২য় সভা
আলোচ্য বিষয়ঃ
ডাঃ কাজী বেলায়েত আলী এর সভাপতিত্বে উক্ত সভায় সমিতির প্রস্তাবিত উপদেষ্ঠা মন্ডলী, কার্যকরী পরিষদ, সাধারণ সদস্য, সম্মিলিত প্রজন্ম সদস্য, প্রবাসী সদস্য, মহিলা সদস্য ভাগে নাম বন্টনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়
উক্ত বিভাগের সকল সদস্যদের কাছে এই সমিতির উদ্দেশ্য পরিকল্পনা জানানোর জন্য সিদ্ধান্ত নেওয়া হয়
অত্র সভায় পূর্বের উদ্যোগ সমূহ বিশেষ করে
. সম্পত্তি সম্পর্কিত তথ্যাদি সংগ্রহ হালনাগাদ করা বিষয়ক কার্য্যাদি আলোচনা করা হয়
. বাড়ী রক্ষণাবেক্ষণ উন্নয়ণের উদ্দ্যোগ গ্রহণ সম্পর্কিত বিষয় সমূহ আলোচনা করা হয়
উক্তরোক্ত কার্য্যাবলী চালিয়ে নেওয়ার জন্য একটি তহবিল গঠনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে, যা
. সম্পত্তি সম্পর্কিত এককালীন
. বাড়ীর রক্ষণাবেক্ষণ সম্পর্কিত নিয়মিত অর্থ সংগ্রহ
পরবর্তী বৈঠকে আলোচনা সাপেক্ষে অগ্রাধিকার ভিত্তিতে প্রদক্ষেপ গ্রহণ করা সুনির্দিষ্ট দায়িত্ব বন্টন করা হবে এবং উক্ত বৈঠকে সমিতির নীতিমালা প্রনয়ণ করা হবে
  পরবর্তী বৈঠক চট্টগ্রাম শহরে প্রফেসর কাজী মোঃ নুরুল হক সাহেবের বাসায় আগামী ২১/০৪/২০১৭ ইং তারিখে বিকাল .০০ ঘটিকায় আয়োজনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়

উক্ত বিষয় সমূহ আলোচনা সিদ্ধান্ত গ্রহণ করার পর সভা সমাপ্ত হয়

সভায় উপস্থিত সদস্যবৃন্দঃ
                                                                                                   
ক্রমিক নং
        নাম
মোবাইল নং
স্বাক্ষর
ডাঃ কাজী বেলায়েত আলী
০১৭১৩১৬৪৪৭২(kazibelayetali@gmail.com)
সংগত কারন বসত স্বাক্ষর সংযুক্ত করা হলোনা
নাজনীন আলী (বিথী)   
০১৭২৭১১০১৫৭
"
কাজী শামসুদ্দিন 
০১৮৬৪২২৮৫৬৮
"
কাজী রেজা সাঈদ
০১৫৫২৩৯৩৩১২
"
কাজী সোহেল আজাদ     
৯৬৫৫০৯৮৪৩৬০/
(kaziazad43@gmail.com)
"

===================================

৩য় সভা
স্থানঃ ৭নং দেব পাহাড়, আবু মোহাম্মদ হাউজ, কলেজ রোড, চট্টগ্রাম, তাং- ২১/০৪/২০১৭ ইং
বিষয়ঃ রেহান উদ্দীন কাজী পারিবারিক কল্যাণ সমিতির প্রতিষ্ঠা সংক্রান্ত চূড়ান্ত সভা
আলোচ্য বিষয়ঃ
আজকের সভার সভাপতি প্রফেসর কাজী মোঃ নুরুল হক সাহেবের নেতৃত্বে সভায় উক্ত সমিতির বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়
উক্ত সভায় উপস্থিত প্রত্যেকের বক্তব্যে সমিতি গঠন সম্পত্তি বন্টকনামার বিষয়ে ঐক্যমত পোষণ করা হয়্ এবং কিছু নতুন প্রস্তাবনা সদস্যদের মধ্য থেকে আসে
. প্রত্যেক সদস্যের নাম, টেলিফোন নম্বর, -মেইল আইডি সংগ্রহ সংরক্ষণ করা
. সমিতির ব্যাংক একাউন্ট খোলা, হিসাব খোলা হবে যৌথভাবে (সভাপতি এবং কোষাধ্যক্ষ)
. সম্পত্তির বন্টকনামা পরিচালনার জন্য একটি স্টেয়ারিং কমিটি গঠন করা
. প্রত্যেক পদবীর দায়িত্ব কর্তব্য কি হবে তার ব্যাখ্যা দেওয়া
. প্রত্যেক প্রবাসী সদস্যদের সমিতির কার্যক্রম সম্পর্কে নিয়মিত অবিহিত করা
 সমিতির উপদেষ্ঠা পরিষদ, কার্যকরী পরিষদ, সাধারণ সদস্যের প্রস্তাব তালিকা সর্বসম্মতিক্রমে পাস করা হয়
  উক্ত সভায় সমিতির সভাপতি পদে ডাঃ কাজী বেলায়েত আলী মহোদয়কে সর্বসম্মতিক্রমে নির্বাচিত করা হয়
  উক্ত সভায় রেহান উদ্দীন কাজী পারিবারিক কল্যাণ সমিতি গঠন সম্পন্ন হওয়ার পর প্রথম মাসের (এপ্রিল ২০১৭) চাঁদা আদায়ের কার্যক্রম সম্পন্ন করা হয়
 অত্র সভায় রেহান উদ্দীন কাজী পারিবারিক কল্যাণ সমিতির অর্থ তহবিলকে সম্বৃদ্ধ করার লক্ষ্যে আর্থিক অনুদানের প্রস্তাব করা হয় এবং নিন্ম লিখিত সমিতির সদস্যরা অর্থ প্রদানের প্রতিশ্রুতি দেন


প্রতিশ্রুতি দাতাগণঃ
ক্রমিক নং
নাম   
টাকার পরিমাণ
.
প্রফেসর কাজী নুরুল হক
১৫,০০০/- টাকা
.
ডাঃ কাজী বেলায়েত আলী
১৫,০০০/- টাকা
.
কাজী শওকত আলী (প্রবাসী)
১৫,০০০/- টাকা
.
কাজী সোহেল আজাদ (প্রবাসী)
১৫,০০০/- টাকা

এবং উপস্থিত সকল সদস্যদের সম্মতি স্বাক্ষরের মাধ্যমে সভা সমাপ্ত হয়
ক্রমিক. নং
                                     নাম
স্বাক্ষর
.
প্রফেসর কাজী মো: নূরুল হক
সংগত কারন বসত স্বাক্ষর সংযুক্ত করা হলোনা
.
ডাঃ কাজী বেলায়েত আলী
"
.
কাজী হাসিনা মমতাজ (অনা)
"
.
কাজী শামসুদ্দীন
''
.
কাজী সাইফুল আজম
"
.
কাজী সোহেল আজাদ
"
.
কাজী সালাউদ্দিন রাহিম
"
.
কাজী কেপায়েত উল্লাহ
"
.
কাজী এনায়েত উল্লাহ
"
১০.
কাজী ওয়াছিফ হাসান
"
১১.
কাজী মাইনুল হাসান
"
১২.
কাজী রাকিবুল হক (সুমন)
"
১৩.
হাসিনা আক্তার (আঁখি)
"
১৪.
কাজী রাইদা মেহের নূর
"
১৫.
কাজী রুদ্রীকা হাসিন
"





                                                                   

No comments:

Post a Comment