বিসমিল্লাহির রাহমানির রাহীম
রেহান উদ্দিন কাজী
পারিবারিক কল্যান সমিতি
বিনীত নিবেদনঃ-
আমরা কাজী সামসুদ্দিন ও কাজী সোহেল আজাদ, বাড়ীর সকল সদস্য বৃন্দের প্রতি অনুরোধ জানাচ্ছি যে, আমাদের বাড়ীর ঐতিহ্য ও সৌন্দর্য্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রয়োজনে যার মধ্যে রয়েছে বাড়ীর রাস্তা কাঁচারি, উঠান, ঘাটা, পুকুরের ঘাটলা মেরামত ও পূননির্মাণ এবং গাছ লাগানো। আমাদের পূর্ব পুরুষেরা সর্বজনাব কাজী হাবিবুর রহমান, কাজী আরবের রহমান, কাজী কানু মিয়া। আমাদের সুন্দর ভাবে বসবাস এবং সুন্দর জীবন-যাপন করার জন্য যে বাড়ী ঘর রেখে গেছেন আজ সময়ের পরিক্রমায় তা অনেকট্ইা নষ্ট হয়ে যাচ্ছে। এখন আমাদের এই বাড়ী সংস্কার করার জন্য যে অর্থের প্রয়োজন হবে তা সংগ্রহ করার জন্য পারিবারিক ভাবে একটি সমিতি গঠন করার আহব্বান জানাচ্ছি কারণ আমরা জানি এর ব্যয়ভার বহন করা কারো একার পক্ষে বা কয়েক জনের পক্ষেও সম্ভব হবেনা, তাছাড়াও বাড়ীর যে অংশগুলো এবং সামগ্রীক প্রয়োজনে যে কাজগুলো সমন্বয়ের ভিত্তিতে সম্পাদনের যে নিয়ম আমাদের পূর্ব পুরুষগণ আমাদের জন্য রেখে গেছেন সেই নিয়মকে অনুসরন ও অনুকরনের মাধ্যমে আমরা অনায়াসেই আমাদের প্রয়োজনীয় এ কাজগুলো সম্পন্ন করতে পারি। এই মত প্রকাশের মাধ্যমে আমরা আমাদের বাড়ীর সকল সদস্যবৃন্দকে অনুরোধ করছি যে আসুন আমরা সবাই মাসিক চাঁদা দেওয়ার মাধ্যমে একটা ছোট থেকে বড় তহবিল সংগ্রহ করা শুরু করি। তহবিল সংগ্রহের জন্য চাঁদা আদায়ের প্রক্রিয়া হবে পরিবার ভিত্তিক। প্রতি পরিবারের মাসিক চাঁদা ১০০০/- (এক হাজার) টাকা হবে। যারা আয়যোগ্য সদস্য আছে শুধু মাত্র তাদের উপরে চাঁদা ধার্য করা হবে প্রতি পরিবারের নির্ধারিত একজন সদস্য চাঁদা আদায়ের দায়িত্বে থাকবে। আশা করি আমাদের এই ক্ষুদ্র প্রয়াস আপনারা সাদরে গ্রহণ করবেন।
সমিতির গঠনতন্ত্র
১.ভূমিকাঃ- সমুকাজী বাড়ীর জনাব রেহান উদ্দিন কাজীর বংশধরদের পরিবারের সার্বিক কল্যাণার্থে একটি সমিতি গঠণ করা হবে।
২.নাম করণঃ- এই সমিতি রেহান উদ্দিন কাজী পারিবারিক কল্যান সমিতি নামে অভিহিত করা হইল।
৩.সমিতি গঠণের উদ্দেশ্যাবলীঃ- বাড়ীর রাস্তা কাঁচারি,উঠান,ঘাটা,পুকুরের ঘাটলা মেরামত পূননির্মাণ ও উন্নয়ন এবং গাছ লাগানো এবং শিক্ষার উন্নয়ন। এছাড়াও